বন্যাদুর্গতদের মধ্যে বিএনপির ত্রাণসামগ্রী বিতরণ
ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যার্ত পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ সোমবার উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নে পাহাড়ি ঢলে প্লাবিত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
আজ সকালে ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দলীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী দেন। এ ছাড়া বিএনপির ত্রাণ তৎপরতায় সহযোগিতার আহ্বান জানিয়ে ধোবাউড়া বাজারে লিফলেট বিতরণ করেন এমরান সালেহ প্রিন্স। দুপুর থেকে ট্রলারযোগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরাকান্দুলিয়া ইউনিয়নের হরিণধরা, কালীনগর, টিকুরিয়ায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন বিএনপির এই নেতা। এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।