বন্যার্তদের উদ্ধার না করে পদ্মা সেতুর উৎসবে মেতেছে সরকার : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিশাল অংশের মানুষ বন্যার পানিতে দুঃসহ জীবন যাপন করছে। ভয়াবহ দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের, সরকার সেদিকে নজর না দিয়ে, তাদের উদ্ধার না করে, পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে তারা পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে মেতে আছে।
আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যারা গায়ের জোরে ক্ষমতায় আছে, যারা দাবি করে তাঁরা এ দেশের উন্নয়নের একমাত্র দাবিদার। তাঁরা উন্নয়নের নামে দুর্নীতিতে নিমজ্জিত। তাঁরাই আজকে দেশকে ব্যর্থ রাস্ট্রে পরিণত করেছে।
অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল আলম মজনু, আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।