বরিশালে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় ২ যুবক নিহত
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। নগরীর আমতলার মোড়ে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন—নগরীর বাজাররোডের হাটখোলা কাঠেরপুল এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা (২৫) ও একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা (২৫)।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, একটি মোটরসাইকেলে করে দুই যুবক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমতলার মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোড়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনিও মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।