বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেল অপটিমাম সল্যুশন
অপটিমাম সল্যুশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও ) হিসেবে লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার ক্ষমতাবলে জারিকৃত বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অপটিমাম সল্যুশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বেশ কিছু শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ইজি পেমেন্ট সিস্টেম (ইপিএস) ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।