বাংলামোটরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।
রোজিনা আক্তার বলেন, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কোন অফিসে আগুন লেগেছে, তাও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। দুপুর পৌনে ২টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
তবে, ঘটনাস্থলে থেকে দেখা যায়, আরকে টাওয়ারের ষষ্ঠ তলার একটি পাশে আগুন লেগেছে। কলাবাগান থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। আশপাশে প্রচুর মানুষ ভিড় করেছে। ভবনের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে।
ওই ভবনে কাজ করেন এমন বজলুর রশিদ নামের একজন বলেন, ‘এটি সিরামিকের অফিস। শুনেছি, কেমিক্যালও নাকি থাকে। তবে, আগুন আগার কারণ এখনও জানতে পারিনি।’