বাজেটকে স্বাগত জানিয়ে আ.লীগের মিছিল
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বিকেলে বাজেট ঘোষণার পর পরই রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।
এ ছাড়া গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন। নেতারা বাজেটকে গণমুখী বলে উল্লেখ করেন। এই সরকার বাজেটের সঠিক বাস্তবায়ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
গুলিস্তানে মিছিল শেষে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের ৫০তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই করোনা মহামারিতেও যখন সারাবিশ্ব অর্থনৈতিকভাবে স্থবির সেই সময়েও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন।
বাজেটকে মানবতার, মানুষের অধিকারের, কল্যাণের উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, এ বাজেটকে সামনে রেখে একটি কুচক্রীমহল মানুষের মনে নানা ধরনের ভ্রান্তধারণা সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই উন্নয়নমুখী বাজেট নিয়ে যদি জামায়াত-বিএনপি ও কুচক্রীমহলের লোকেরা কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, অপপ্রচার করে তাহলে বাংলার যুবসমাজকে সঙ্গে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।