বাড়ি ভাঙা নিয়ে বিচার চেয়ে রনির আবেদন হাইকোর্টে খারিজ
বাড়িসহ কিছু স্থাপনা উচ্ছেদ ঠেকাতে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর গোলাম মওলা রনি বলেন, ‘হাইকোর্টের আদেশ মেনে নিয়েছি।’ তবে, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানান তার আইনজীবী।
গত ১৯ জুলাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার রনির ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার উলানিয়া বন্দর বাজারে ব্যবসার জন্য চান্দিনা ভিটা হিসেবে এক বছর মেয়াদে কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন রনি। চান্দিনা ভিটায় পাকা স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও তিনি সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেন। ওই অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে ২০১৩, ২০১৮ ও সর্বশেষ চলতি বছর নোটিশ দেয় জেলা প্রশাসন।
উচ্ছেদ ঠেকাতে হাইকোর্টে রিট করেন গোলাম মাওলা রনি।