বিএনপিকে নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে ডেকে আনবে না। তাছাড়া নির্বাচনকালীন সরকারেও তাদের (বিএনপি) ডাকা হয়নি।’
রাজধানীর একটি হোটেলে আজ বুধবার (১০ মে) এক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘বিএনপিকে আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারে রাখার নামে ফাঁদে ফেলতে চায়। বিএনপি আওয়ামী লীগের এমন ফাঁদে আর পা দেবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিকে কোনো ধরনের ফাঁদে ফেলছে না।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ যেসব দাবিতে আন্দোলন করছে, বিদেশিরা সেসব বিষয়ে কোনো কথা বলেনি। এসব বিষয়ে আমাদের ওপর কোনো চাপও নেই।’
এর আগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়ি রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের কো-অপারেশন ম্যানেজার দানদান চেন প্রমুখ।
কর্মশালায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহণ খাতে যানবাহনকে ন্যূনতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে।