বিএনপির প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার তৃতীয় বছর উপলক্ষে সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশনেত্রী খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর। এই দিন করাবন্দিত্বের প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগরসহ সারা দেশে সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া পাঁচ বছরের সাজায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুটি মামলায় ১৭ বছরের সাজা নিয়ে কারাভোগ করেন দুই বছর। গত বছরের ২৫ মার্চ সরকার ছয় মাসের জন্য সাজা স্থগিত করে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে মুক্তি দেন। এরপর দ্বিতীয় দফায়ও সরকার সাজার স্থগিতাদেশ আরো ছয় মাস বাড়ায়। বর্তমানে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘নিপীড়িত নির্যাতিত মজলুম দেশনেত্রীকে তিন বছর ধরে বন্দি করা হয়েছে। গত মার্চে কারাগার থেকে বাড়ি আনা হলেও তিনি মূলত গৃহবন্দি। যিনি অপরিসীম নিষ্ঠাসহ ভালোবাসা দিয়ে দেশের জনগণের অধিকারকে পুনরুদ্ধার করেছিলেন, সেই নেত্রী এখন গৃহবন্দি।’
এ ছাড়া একই দিন দেশের ছয় মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন গত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। নির্বাচনি অনিয়মের প্রতিবাদে এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।