বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ
বিএনপি আজ শনিবার (১৮ মার্চ) সারা দেশে মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই প্রতিবাদ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একইসঙ্গে যুগপৎ আন্দোলনে সমমনা শরিক দলগুলোও সমাবেশ করবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোথায়, কখন সমাবেশ হবে, তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশ দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ সকাল ১১ টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ একই সময়ে বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে।
অন্যান্য দলগুলোও সকাল ১১টায় বিভিন্ন স্থানে সমাবেশ করবে বলে জানিয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোট পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে, সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।
এ ছাড়া এলডিপি দুপুর ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।