বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন ডা. কাকন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হয়েছেন ডা. পারভেজ রেজা কাকন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শামসুদ্দিন দিদার বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে ডা. পারভেজ রেজা কাকনকে দলের জাতীয় নির্বাহী কমিটিতে সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।’
এর আগে ডা. কাকন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত শেরে বাংলা মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিলেন।