বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হাওর অঞ্চল কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করেন।
এর আগে কয়েক ঘণ্টার সফরে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উৎসবের অঞ্চলে পরিণত হয়েছে পুরো কিশোরগঞ্জ জেলা।
বিকেলে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মস্থান পরিদর্শন করবেন। বিকেলেই ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘রাষ্ট্রপ্রতি একজন সফল মানুষ। তাঁকে যখন যেখানে দিয়েছি তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি চেয়েছেন এখানে একটা সেনানিবাস হোক। তাঁর চাওয়া আজ পূর্ণ হয়েছে।’