ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়!
মোংলা পোর্ট পৌরসভার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে জয়ী হয়েছে আর্জেন্টিনা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখ আ. রহমান। খেলায় ২-৩ গোলে আর্জেন্টিনা জয়ী হয়েছে। এতে আর্জেন্টিনা তিন গোল দেয় ব্রাজিলকে, আর ব্রাজিল দুই গোল দেয় আর্জেন্টিনাকে।
খেলায় সেরা খেলোয়াড় আবু বকর মিলন, সেরা গোলদাতা শরীফুল ইসলাম ও সেরা গোল কিপার নির্বাচিত হন মো. জামাল। তিনজনই আর্জেন্টিনা দলের খেলোয়াড়। এ প্রীতি ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে খেলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, পহেলা ডিসেম্বর ছিল মোংলা পোর্ট পৌরসভার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।