আবার হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচ
করোনা মহামারির যুগে অনেক কিছুই দেখছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই করোনা ইস্যুতেই মাঠে গড়ানোর পরপর থেমে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। কোয়ারেন্টিন জটিলতায় সাইডলাইনে খেলোয়াড় ও ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের হাতাহাতিতে স্থগিত হয়ে যায় দুদলের লড়াই।
সাও পাওলোতে গত বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ঘটনাটি ঘটে। ম্যাচটিতে ঘটনার সূত্রপাত হয় পঞ্চম মিনিটে। সাইড লাইনের পাশে অচেনা একজনকে দেখে আর্জেন্টিনার দুই খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা জিজ্ঞেস করলেন, তিনি কে? সঙ্গে সঙ্গে তাঁদের ঘিরে ধরলেন অনেকে। মুহূর্তের মধ্যে হাতাহাতি হয়ে যায়। পরে দ্রুত এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসির প্রতিবেদন অনুসারে পরে জানা যায়, সাইডলাইনে থাকা লোকটি ছিলেন ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম না মেনে ব্রাজিলে খেলতে গিয়েছিলেন। এর জন্য ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য মাঠের ভেতরে ঢুকে যান। তাঁদের উদ্দেশ্য ছিল মার্তিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করা। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ওই কর্মকর্তাদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। পরে এই অভিযোগের জন্য মাঠ ছেড়ে উঠে যান আর্জেন্টাইন খেলোয়াড়রা।
ব্রাজিল ও আর্জেন্টিনার ভেস্তে যাওয়া ম্যাচটি ফের মাঠে গড়াতে পারে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা চাইছে, মাঠে গড়াক দুদলের লড়াই।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা।’