ভৈরবে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা জব্দের পাশাপাশি একজন নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, মোরশেদা বেগম ও জুয়েল খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন কৌশলে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলেন। আটকৃতদের কাছ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, পেটে গাঁজা বেঁধে পাচারকালে আব্দুর রাজ্জাক (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে শহরের নাটালের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার বাসিন্দা।
এদিকে, ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোরশেদা বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তিনি বোরকা পড়ে পেটের সঙ্গে স্কচটেপ দিয়ে গাঁজা বেঁধে বহন করে নিয়ে যাচ্ছিলেন।
অন্যদিকে, ভৈরব নৌথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, নৌকায় করে মাদক নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুরাতন ফেরিঘাট থেকে দুই কেজি গাঁজাসহ জুয়েল খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মেরাশানী গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।