ভৈরবে সাড়ে ৪ মণ গাঁজা জব্দ, আটক ২
কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ৪ মণ গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার দুপুরের দিকে মাদকগুলো জব্দ ও অভিযুক্তদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সোহাগ মিয়া (২৫) ও নজরুল মিয়া (২২)। তারা দুজন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় র্যাবের একটি টিম।
এ সময় ঢাকামুখী একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়। আটক করা হয় সোহাগ ও নজরুলকে। জব্দ করা হয় মাদক পরিবহণে ব্যবহার করা পিকআপভ্যানটিও।
অভিযানে নেতৃত্ব দেওয়া কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে মাদক চোরাকারবারিরা সক্রিয়। তারা নানা কৌশলে এই পথে মাদক চোরাচালানে তৎপর রয়েছে। তবে যতো কৌশলই অবলম্বন করুক না কেনো, র্যাবের চোখ ফাঁকি দিয়ে ওরা সহজে সফল হতে পারবে না।’
আটককৃতরা গাঁজার চালানটি নরসিংদীর ইটাখলা এলাকায় নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।