ভোটগ্রহণে প্রস্তুত কক্সবাজার
আগামীকাল সোমবারের নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণে প্রস্তুত রয়েছে কক্সবাজারের দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ। এর মধ্যে দুইটি পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাত ১২টায় নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রার্থী ও ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। ভোটাররা সবাই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহী। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নজরদারির পাশাপাশি সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ব্যালট পেপার, বক্সসহ নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে।
জেলার ১৪টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের অনেকে নৌকা প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছেন। আবার আওয়ামী লীগ দলীয় অনেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগ দলীয় দুইজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপিপন্থি অনেকে। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন সব প্রার্থী।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, এই ধাপে কক্সবাজার জেলায় মহেশখালী ও চকরিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম, কুতুবদিয়ার আলীআকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরুং, পেকুয়ার টেটং, টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।