ভয় দেখিয়ে লাভ হবে না : মির্জা ফখরুল
ক্ষমতাসীনদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ ভয়ভীতি দেখিয়ে আবারও আগামী নির্বাচন করতে চায়। বাংলাদেশের জনগণ এবার তা অবশ্যই হতে দেবে না। ভয় দেখিয়ে লাভ হবে না।’
বাসাবোতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও উত্তর ছাত্রদলের নেতা শাহাবুদ্দিন শিহাবকে দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় ফখরুল বলেন, ‘সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতাকে ধরে রাখতে চায়, জনগণের ভালোবাসায় নয়। এটা হচ্ছে তাদের মৌলিক চরিত্র।’
ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ মনে করে—এই নির্বাচনে কোনো মতেই আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব না। তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এখানে নির্বাচন হতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ আর কোনো রকমের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই এই সন্ত্রাসকে পরাজিত করে জনগণের বিজয় ঘোষিত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের সমস্যাটা হচ্ছে, তারা সবকিছুর মধ্যেই অবৈধ মুনাফা চায় এবং জনগণের ন্যূনতম প্রয়োজন খাদ্যকে তারা এখন জিম্মি করে প্রফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। যদিও এটা আজকের ব্যাপার না, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, সেখানে কিন্তু খাদ্যসংকট ছিল তা না, দুঃশাসন-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল।’
এসময়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।