মহেশখালীতে পাঁচ অস্ত্রসহ একজন গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাঁচটি অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২টায় অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহেদুল ইসলাম।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর এবং বেচাকেনায় জড়িত।
এএসপি মো. জাহেদুল ইসলাম জানান, আজ দুপুর ২টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হকের (৪২) বাড়ি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়ায়।
এএসপি জাহেদুল বলেন, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের জামালপাড়ায় এক ব্যক্তির বাড়িতে অস্ত্র তৈরি করে মজুদ রাখার খবর জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটিতে তল্লাশি চালনো হয়। তল্লাশির এক পর্যায়ে একটি কক্ষে কৌশলে পলিথিন দিয়ে মুড়িয়ে লুকানো দেশীয় তৈরি পাঁচটি বন্দুক পাওয়া যায়। পরে পাঁচটি অস্ত্রসহ মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত মাহমুদুল হক নিজের বাড়িতে অস্ত্র তৈরি করে মজুদ রেখে অপরাধীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া অন্যদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে বেচাকেনার সঙ্গেও জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসপি জাহেদুল ইসলাম।