মাকে নিয়ে হাইকোর্টে কিশোরী, বলল ‘আমি ধর্ষণের শিকার’
ধর্ষণকারীদের বিচার চাইতে নীলফামারী থেকে এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে হাইকোর্টে এসেছে। হাইকোর্টে দাঁড়িয়ে সে দাবি করেছে, ‘আমি ধর্ষণের শিকার। আমরা গরিব মানুষ, টাকা-পয়সা নাই। আমি উচ্চআদালতের কাছে বিচার চাই।’
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার সকালে এ বিচার দাবি করে ওই কিশোরী।
সকালে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলে ওই কিশোরী তার মাকে নিয়ে ডায়াসের সামনে গিয়ে দাঁড়ায়। ওই সময় আদালত তার কাছে জানতে চান, ‘কী হয়েছে? আপনি কে? আপনি কী বলতে চান? আপনার সঙ্গে উনি কে?’ তখন ওই কিশোরী হাইকোর্টকে নিজের পরিচয় দেয়।
কিশোরী বলে, ‘আমার বয়স ১৫ বছর। উনি আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য আমাকে ধর্ষণ করেছেন। কিন্তু, নীলফামারীর আদালত তাঁকে খালাস দিয়ে দিয়েছেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা-পয়সা নাই। আমরা আপনার কাছে বিচার চাই।’
এ সময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চান যে, তার কাছে কোনো কাগজপত্র আছে কি না? ওই কিশোরী মামলার কাগজ আছে বললে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?’ তখন আদালতে উপস্থিত থাকা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার দাঁড়ালে তাঁকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেওয়া হয়।
পরে আইনজীবী বদরুন নাহার বলেন, ‘লিগ্যাল এইড থেকে কিশোরীর পক্ষে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আগামী রোববার আপিল দায়ের করতে পারব।’