মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৩২
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার নিউজ পোর্টাল ডিএমপিনিউজে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ডিএমপির মাদকবিরোধী অভিযানে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ওই ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।
আরও বলা হয়, অভিযানে ৫৭২ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন, ১২ কেজি গাঁজা ও ২৩ বোতল দেশিমদ জব্দ করা হয়।