মাদারীপুরে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, লাশ শনাক্তে আসেনি কেউ
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে আহাদ (৫৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে সেখান থেকে কে বা কারা ওই ব্যক্তিকে সদর হসপাতালে নিয়ে আসে। আজ শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি করানোর কিছু পর বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি মারা যান।
নিহত আহাদ যশোর জেলার এসহাকের ছেলে। রাত ৯টা পর্যন্ত নিহত আহাদের লাশ শনাক্ত করার জন্য পরিবারে কেউ আসেনি।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুরুল ইসলাম বলেন, ‘সকালে কে বা কারা সদর হাসপাতালে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রেখে যায়। আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছিলাম। ভর্তি হওয়ার কিছু সময় পরে ওই ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন ছিল। লাশটি এখন সদর হাসপাতালে রয়েছে।’
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) এহ্সানুর রহমান ভূইয়া বলেন, ‘সদর হাসপাতালে এক ব্যক্তি মারা যাওয়ার খবর শুনে পুলিশ হাসপাতালে যায়। শুনেছি তাঁর বাড়ি যশোর জেলায়। প্রাথমিকভাবে লাশের সুরতহাল করা হয়েছে। এখন পর্যন্ত লাশ শনাক্ত করার জন্য কেউ আসেনি। আমরা ২৪ ঘণ্টা পরিবারের লোকজনের জন্য অপেক্ষা করব। পরিবারের কাউকে না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।’