মাহবুব তালুকদারের জানাজা বায়তুল মোকাররমে, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা আগামীকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এখন তাঁর মরদেহ রাখা আছে রাজধানীর বারডেম হাসপাতালে।
আজ বৃহস্পতিবার বিকেলে মাহবুব তালুকদারের মেয়ে ডা. আইরিন মাহবুব এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল জুমার পরে বাবার জানাজা পড়ানো হবে বায়তুল মোকাররমে। সেখান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে। আমার বাবার ইচ্ছে ছিল, তাঁকে যেন বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। যদিও সময় ও সুযোগ না থাকায় হয়তো শহীদ বুদ্ধিজীবীদের পাশে তাকে দাফন করা হবে না। কিন্তু, মুক্তিযোদ্ধা হিসেবে হলেও বুদ্ধিজীবীতেই দাফন করতে চাই।’
মাহবুব তালুকদারের তিন সন্তান। তাঁর বড় মেয়ে ডা. আইরিন মাহবুব বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। বাকি দুই সন্তানের একজন কানাডায় ও একজন আমেরিকায় থাকেন। আইরিন বলেন, ‘একজন বিকেলে আর একজন রাতের মধ্যেই দেশে পৌঁছাবেন।’
গতকাল বুধবার ১২টা ৪৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাহবুব তালুকদারকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুরে হাসপাতালের সিনিয়র এক্সিকিউটি সাজ্জাদুর রহমান শুভ এনটিভি অনলাইনকে বলেন, ‘মাহবুব তালুকদারকে দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ১২টা ৪৯ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সে সময় দায়িত্বরত চিকিৎসক জানান, তিনি আরও অনেক আগেই মারা গেছেন। অর্থাৎ হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’
ডা. আইরিন মাহবুব বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে বাবা অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সহকারী প্রেসসচিব ছিলেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসরে যান।
২০১৭-এর ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর থেকে নির্বাচন সংক্রান্ত ইস্যুতে তিনি নানা সময়ে নানা ধরনের মন্তব্য করে সব সময় আলোচনা-সমালোচনায় থাকতেন।