মুন্সীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণসামগ্রী লুট, গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভাসানচরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন ঘরের পিলার ও দেয়াল ভেঙে টিনসহ নির্মাণসামগ্রী লুটপাটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প। সারা দেশের মতো মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভাসানচর এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের জন্য ২০০টি ঘর নির্মাণাধীন।
গত ১২ জুলাই বঙ্গবন্ধুর স্বপ্নের এই প্রকল্পে দুর্বৃত্তরা রাতের আঁধারে বেশ কিছু নির্মাণাধীন ঘরের পিলার ও দেয়াল ভেঙে ফেলে। এছাড়া দুর্বৃত্তরা প্রকল্পের জন্য ক্রয়কৃত টিনসহ গুরুত্বপূর্ণ নির্মাণসামগ্রী লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
এরপর পুনরায় দুর্বৃত্তরা ওই প্রকল্পের কয়েকটি ঘরের বারান্দার পিলার ও দেয়াল ভেঙে ফেললে সদর থানায় গত ২৯ জুলাই আরেকটি মামলা করা হয়। জেলা পুলিশ, মুন্সীগঞ্জ বিশেষ অভিযান চালিয়ে মাগুরায় পলাতক প্রথম মামলার এক নম্বর আসামি আজাদ মুন্সীকে গতকাল দিবাগত রাতে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, ‘সরকারের এই মহতী উদ্যোগের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণকারী যেই হোক তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। যেকোনো পরিস্থিতিতে সরকারের সুনাম ক্ষুণ্ণকারীদের আইনের আওতায় আনা হবে।’