যশোরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৫ দোকান
যশোর শহরের টাউন হল মাঠসংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর জেলা পরিষদ সুপার মার্কেট স্থানীয়ভাবে পুরোনো কাপড়ের মার্কেট হিসেবে পরিচিত। সাধারণত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরাই এ মার্কেটের ক্রেতা। ঈদকে সামনে রেখে এখানকার ব্যবসায়ীরা নতুন কাপড় তুলেছিলেন বলে জানা গেছে।
ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি তারিক হাসান বিপুল বলেন, ‘মার্কেটের পূর্ব পাশের কালু মিয়া, শাহিন, পলাশ, মকবুল, গফুর, বাবু, আমির ও হোসেনের দোকানসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া জানান, চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের একাধিক টিমও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’