যাত্রীর লাথিতে প্রাণ গেল অটোরিকশাচালকের
সাভারের আশুলিয়ায় ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির একপর্যায়ে যাত্রীর লাথিতে মারা গেছেন অটোরিকশাচালক।
আজ সোমবার সকাল ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অটোরিকশাচালকের নাম আলিম হোসেন (৪০)। এ ঘটনায় ওই যাত্রী ফজলুল হককে আটক করেছে পুলিশ।
মৃত অটোরিকশাচালক আলিম গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই আঞ্চলিক সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আটককৃত যাত্রী ফজলুল হকের (৩৫) বাড়ি শেরপুরের নালিতাবাড়ীতে। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন ফজলুল হক। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে চালক আলিম হোসেনের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উভয়ের মধ্যে শুরু হয় হাতাহাতি। এর একপর্যায়ে অটোরিকশাচালককে লাথি মারেন ফজলুল হক। এতে অটোরিকশাচালক আলিম রিকশার সঙ্গে ধাক্কা খান এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থল থেকে নিহত আলিমের লাশ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, রিকশালচালক আলিমের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।