রপ্তানি তহবিলের ঋণ কিস্তিতে পরিশোধ করা যাবে : বাংলাদেশ ব্যাংক
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ কিস্তিতেও পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে তিনটি কিস্তিতে পুরো ঋণ পরিশোধ করা যাবে। এতদিন পুরো ঋণ একবারে পরিশোধ করতে হতো।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রপ্তানিকারক ব্যবসায়ীরা বলছেন, এতদিন ইডিএফ ঋণের দায় একবারে পরিশোধ করতে হতো। এতে সমস্যায় পড়তেন রপ্তানিকারকরা। কারণ, অনেক সময় রপ্তানি আয় একসঙ্গে পাওয়া যায় না, আংশিক আসে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনায় রপ্তানি আয় পাওয়ার পরেই রপ্তানিকারকরা আংশিকভাবে কিস্তিতে ইডিএফ এর দায় পরিশোধ করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের দায় আংশিকভাবে পরিশোধের সুযোগ পাবেন রপ্তানিকারকরা। ঋণের মেয়াদকালে সর্বোচ্চ দুবার আংশিক পরিশোধ করা যাবে। অবশিষ্ট দায় ঋণের মেয়াদকালীন সময়ের মধ্যে একবারে পরিশোধ করতে হবে। অর্থাৎ, তিনটি কিস্তিতে ঋণের পুরো দায় পরিশোধ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে রপ্তানিকারকদের উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন করে থাকে। ইডিএফ ঋণের মেয়াদ ১৮০ দিন। তবে, বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন সাপেক্ষে এই সময় আরও ৯০ দিন পর্যন্ত বাড়ানো যায়।