রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি পরিচালনায় হাইকোর্টের বোর্ড গঠন
রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি) লিমিটেড পরিচালনার জন্য নিরপেক্ষ বোর্ড গঠন করেছেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে কোম্পানির চেয়ারম্যান করা হয়েছে। কোম্পানিটির ৮১তম বোর্ড সভায় নিয়োগ পাওয়া সুইস নাগরিক ফাদি বিতার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। কোম্পানির লেনদেন চেয়ারম্যান ও এমডির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। বোর্ডে আর কে কে থাকছেন, তা আদালতের আদেশের কপি পেলে জানা যাবে।
আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসএকে একরামুজ্জামান বনাম রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি) লিমিটেডের মামলায় আনা এক আবেদনে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালতে একরামুজ্জামানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী। অপরদিকে ছিলেন ড. কাজী আকতার হামিদ।
ড. কাজী আকতার হামিদ সাংবাদিকদের বলেন, গত ২৫ এপ্রিল কোম্পানির ৮১তম বোর্ড সভায় সুইস নাগরিক ফাদি বিতারকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়। এর আগে কোম্পানিটির প্রতিষ্ঠা থেকে এমডি ছিলেন এসএকে একরামুজ্জামান। ৮১তম বোর্ড সভার সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানি আইনে হাইকোর্টে মামলা করেন একরামুজ্জামান ও তার ভাই আনোয়ারুজ্জান।
আইনজীবী বলেন, ৮১তম বোর্ড সভার সিদ্ধান্তে নিয়োগ পাওয়া এমডি ফাদি বিতারকে গত ২৪ সেপ্টেম্বর জোরপূর্বক কোম্পানির থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি লিখিতভাবে আদালতের নজরে আনা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির (বিডি) লিমিটেড দেশি-বিদেশি বিনিয়োগে দেশের আবাসন খাতে ২০০৮ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি।