রাজধানীতে বর্জ্য অপসারণে কাজ করবে সাড়ে ২১ হাজার কর্মী
আগামীকাল বুধবার সারা দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীবাসীর দেওয়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে রাজধানীতে এবার ২১ হাজার ৫০০ কর্মীকে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকায় ১১ হাজার ৫০৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি এলাকায় থাকবেন প্রায় ১০ হাজার কর্মী। ৮৬৮টি গাড়িতে করে এসব বর্জ্য অপসারণ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঈদুল আজহার দিন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত করপোরেশনের আওতাধীন এলাকা ও পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করতে ১০টি দল গঠন করা হয়েছে। গত বছরের মতো এবারও মানুষের বাসাবাড়ি থেকে যথাসময়ে বর্জ্য অপসারণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
মুখপাত্র আরও বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সংস্থার প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে এক হাজার এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দেড় হাজার পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হয়েছে। বর্জ্য সম্পর্কিত তথ্য জানাতে একটি হটলাইন নম্বর (০১৭০৯৯০০৮৮) চালু করা হয়েছে।
অপরদিকে ঢাকা উত্তর সিটিতে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বাসিন্দারা যাতে যত্রতত্র বর্জ্য না ফেলে এজন্য সাড়ে ছয় লাখ ব্যাগ বিতরণ করা হবে। এবার ৩০৭টি জায়গায় পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, জবাই করা কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে নিজস্ব বর্জ্যবাহী ট্রাক, ভারী যন্ত্রপাতি, ওয়াটার বাউজারের (পানি ছিটানোর গাড়ি) পাশাপাশি আউটসোর্সিং থেকে অতিরিক্ত গাড়ি রাখা হয়েছে।
বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ২২ সদস্যবিশিষ্ট একটি তদারকি দল গঠন করা হয়েছে। এ ছাড়া দুর্গন্ধ প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানো হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন আরও জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখতে সড়ক ও পাড়া-মহল্লায় প্রায় ৫০ টন ব্লিচিং পাউডার এবং পাঁচ হাজার ২৫ লিটার তরল জীবাণুনাশক ছিটানো হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, তারা ৩০ টন ব্লিচিং পাউডার এবং এক হাজার ৮০০ লিটার জীবাণুনাশক ছিটাবে।