রাজধানীর বাড্ডায় কাঠের মার্কেটে আগুন
রাজধানীর বাড্ডায় একটি কাঠের মার্কেটে অগ্নিকাণ্ডে সাত-আটটি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বাড্ডায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পৌনে এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় সাত থেকে আটটি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি কাঠের দোকান।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।