রাজধানীর রায়েরবাগে আগুনে কয়েল তৈরির তিন কারখানা পুড়ে ছাই
রাজধানীর রায়েরবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েল তৈরির তিনটি কারখানা পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুন লাগে।
কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখে পুলিশের টহল দল ফায়ার সার্ভিসকে খবর দিলে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় দুর্ঘটনা এড়াতে বিচ্ছিন্ন করে দেয়া হয় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে, পুড়ে গেছে কারখানাগুলোর সব মালামাল। সেখানে কয়েল তৈরির কাঁচামাল মজুদ ছিল বলে জানা গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।