রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটে ডিএসসিসির অভিযান
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু করা হয়।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং এ এইচ ইরফান উদ্দিন এ অভিযান চালান।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধভাবে মূল স্থাপনার বাইরে বহু দোকান গড়ে তোলা হয়েছে। আমরা মূলত এ কারণে অভিযান চালাচ্ছি। মার্কেটের সিঁড়ি, মধ্যে চলার পথ, পার্কিং, লিফট ও টয়লেটের জায়গা দখল করে এসব স্থপনা তৈরি করা হয়েছে।’
ডিএসসিসি বেলা ১১টার দিকে যখন এই উচ্ছেদ অভিযান শুরু করতে যায় তখন সেখানকার দোকানিরা বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের মার্কেটের মূল নকশা দেখিয়ে ও বুঝিয়ে অভিযান শুরু করা হয় বলে জানিয়েছেন এ এইচ ইরফান উদ্দিন।
তবে এ মার্কেটের কিছু ব্যবসায়ীর দাবি, এসব দোকান বৈধ করতে সিটি করপোরশনে কয়েক কোটি টাকা জমা দিয়েছেন তাঁরা। সেই টাকার রশিদ এবং ট্রেড লাইসেন্সও তাঁদের কাছে আছে বলে দাবি করেন তাঁরা।