রাজৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত যুবকের মুখ থেঁতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
লাশের পরনে হলুদ টি-শার্ট ও কালো ট্রাউজার এবং হাতে একটি রাবার বয়লা ছিল। যুবকের আনুমানিক বয়স ২৬ বছর।
আজ সকাল ৮টায় রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে খালের ধারে একটি ইটের রাস্তার পাশে স্থানীয়রা লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে যায়।
লাশটি পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। লাশের মুখের পুরো অংশ ভারি কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, কে বা কারা এই ব্যক্তিকে হত্যা করেছে তারা তার কিছুই জানে না। এমনি কোনো সাড়া-শব্দও পায়নি।
এ ব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, নিহত যুবকের মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়েছে, মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও পরিচয় পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।