রাতে ন্যাশনাল ব্যাংকে সাড়ে ২২ কোটি টাকা লেনদেন, ম্যানেজারকে তলব
ব্যাংকিং লেনদেনের সময়সূচি পার হওয়ার পর ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখায় রাত ৮টার দিকে এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শাখার ম্যানেজারকে আগামী ১২ মার্চ তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এমন অনিয়মের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ব্যাংকের সংশ্লিষ্টদের জানানোর জন্য বলেছেন হাইকোর্ট।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়টি আদালতের নজরে আনেন দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গত ২৮ ডিসেম্বর বিকেলে ন্যাশনাল ব্যাংকের পর্ষদে গ্রাহকের ঋণ নবায়ন হয়। ওই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অনুমোদনের সিদ্ধান্ত শাখায় পাঠানো হয়। এরপর রাত ৮টা ২৩ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে তোলা হয় টাকা। ভাগ্যবান যে গ্রাহক এই সুবিধা পেয়েছেন, সেই কোম্পানির নাম ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, যার কর্ণধার আলী হায়দার রতন।