রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক আজ পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বিচারক আগামী ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। পরবর্তীতে বাড্ডা থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র গ্রহণের সময় রিজভী আদালতে অনুপস্থিত থাকায় বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।