লকডাউনে মার্কেট খোলা রাখায় ১৭ দোকানিকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে সর্বাত্মক লকডাউন চলার সময়ে মার্কেট খোলা রেখে বেচাবিক্রির দায়ে ঢাকার সাভারের ১৭ জন দোকানিকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে সাভারের উলাইলে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ জানান, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে লকডাউনের প্রথম দিন থেকেই। তারই ধারাবাহিকতায় আজ সাভারের উলাইলে অভিযান চালিয়ে একটি মার্কেটের ১৭ জন দোকানিকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা দোকানের মধ্যে জামা-কাপড় ও জুতার দোকান রয়েছে।