শেষবেলায় ট্রেন ও লঞ্চ টার্মিনালে উপচেপড়া ভিড়
ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। অথচ দুদিন আগেও ট্রেনে ভিড় দেখা যায়নি।
কমলাপুরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মোজাম্মেল হোসেন বলেন, গত কয়েকদিন ট্রেনে বেশি একটা ভিড় দেখা যায়নি। কিন্তু গতকাল থেকেই ট্রেনে ভিড় বেড়েছে। আজ যাত্রীদের সামাল দিতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে। আমরা শৃঙ্খলার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিধির দিকে বেশি নজর দিচ্ছি।
কামাল হোসেন নামের এক যাত্রী বলেন, সড়ক পথে অনেক জ্যামের কারণে মানুষ এখন ট্রেনকেই বেছে নিচ্ছে। তবে গতকাল গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে আজ লোকজনের চাপ বেশি দেখা যাচ্ছে। তবুও বাড়ি ফিরে সবার সঙ্গে ঈদ করতে পারলে আনন্দটা বাড়তি থাকবে।
রোকসানা নামের আরেক যাত্রী বলেন, ‘অনেকে মনে করেছিলো, এবার ঢাকায় ঈদ করবে। করোনার কারণে হয়তো বাড়ি যাবে না। কিন্তু মানুষ যেভাবে ঢাকা ছাড়ছে, তাতে পরিবারের সদস্যদের মানানো যাচ্ছে না। সেই কারণে ছেলে-মেয়েদের নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য।’
সদরঘাট লঞ্চ টার্মিনালে সুরুজ হাওলাদার নামের এক যাত্রী বলেন, গার্মেন্টস ছুটির কারণে আজকে লোক অনেক বেড়েছে। এত লোক গাদাগাদি করে গেলে করোনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিগত ঈদের মতোই এবার লোক যাচ্ছে। তবে টানা ১৯ দিনের ছুটি হওয়ার কারণে অনেকে দীর্ঘদিনের জন্য বাড়িতে যাচ্ছে। ঢাকায় থাকা এবং জীবন-যাপন অনেক ব্যয়বহুল বলে অনেকে চলে যাচ্ছে।
পারাবত-১১ এর সুপারভাইজার শাহজাহান বলেন, লোকের এত চাপের কারণে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না। তবে লঞ্চে যাতে বেশি গাদাগাদি না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। অনেকে দীর্ঘদিনের জন্য যাচ্ছে, তাই লঞ্চঘাটে ব্যস্ততা বেড়েছে।