সন্তান জন্মের পরই মায়ের মৃত্যু, স্বজনদের হাসপাতালে ভাঙচুর
এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। গতকাল সোমবার রাতে শহরের সেন্ট্রাল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রসূতির স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। অপরদিকে চেষ্টা করেও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্বজনরা বলেন, শহরের ডনচেম্বার এলাকার ফল ব্যবসায়ী জিসান আহমেদের স্ত্রী সন্তানসম্ভবা পান্না বেগমকে (২৮) গতকাল সোমবার দুপুর ১২টায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে চিকিৎসক মিশকাত জাহান হেনার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে একটি মেয়েশিশু জন্ম দেন পান্না।
কিছু পরে পান্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক একটি ইঞ্জেকশন দেন। এতেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পরামর্শ দেন। ঢামেকে নেওয়া পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতে স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেনি বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জুয়েল।