সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ায় বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত ১৫
মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোড ও কলেজ রোড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষ চলে।
অপরদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ইসলামিয়া কলেজ মাঠে চলছে জেলা বিএনপির সমাবেশ। সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা।