সরকার গভীর নীল-নকশা বাস্তবায়ন করছে : রিজভী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সয়াবিন তেল এক লাফে সাত টাকা বেড়েছে। ১৫৩ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। ওবাদুল কাদের বলছেন, সরকার মনিটরিং করছেন। আর এই মনিটরিং করতে গিয়ে চালের দাম, ডালের দাম সব হু হু করে আকাশ ছুঁই ছুঁই করছে। এটাই হচ্ছে, সরকারের রাজনৈতিক অপকৌশল। রংপুর পুড়ুক, চৌমুহনী পুড়ুক, হাজীগঞ্জ পুড়ুক- এর মধ্য দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করা হবে।’
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
কুমিল্লার পূজামণ্ডপে হামলার প্রসঙ্গে বিএনপিনেতা বলেন, ‘কুমিল্লাবাসী এবং হিন্দু সম্প্রদায়ও বলছে, আমরা নিরাপত্তার জন্য প্রশাসনকে বলেছিলাম। কিন্তু তারা যথাসময়ে সাড়া দেয়নি। অনেক দেরি করে এসেছে। এ নিয়ে পত্রপত্রিকায়ও লেখালেখি হচ্ছে। আর একের পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘আজকে গুম-খুন, মিথ্যাচারের রাজনীতিতে বিরুদ্ধে প্রত্যেকে যদি দাঁড়াই আমার মনে হয় সরকার বেশিদিন টিকতে পারবে না। আদর্শের কাছে, ন্যায়ের কাছে, ইনসাফের কাছে, সুশাসনের কাছে, নীতির কাছে জুলুমকারীরা কখনই টিকে থাকতে পারে না। কখনোই পারবে না। আমার মনে হয়, আজকে এই সরকার একটি গভীর নীল-নকশা বাস্তবায়ন করছে।’
জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।