সাভারে ঝুটের গোডাউনে আগুন
সাভারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি টিনশেডের ঝুটের গোডাউন। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন। উলাইল এলাকায় আজ ভোরে জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তির ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস বলছে, আজ ভোরে ওই ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ওই ঝুটের গোডাউনের উপর দিয়ে বিদ্যুৎ লাইন বয়ে যাওয়ায় আগুনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এজন্য সাভারে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকায় ভোর থেকেই বিদ্যুৎ লাইন মেরামত করছে সাভার পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। আগুন লাগার খবর পেয়ে সাভার শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, কীভাবে ওই ঝুটের গোডাউনে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।