সাভারে ‘পারিবারিক কলহের জেরে’ ঝরে গেল নিলুফার জীবন
সাভারের আশুলিয়ায় নিলুফা বেগম (২২) নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিলুফা বেগম কিশোরগঞ্জ জেলার সদর বাডগাঁওয়ের হানিফের মেয়ে। তাঁর স্বামী সুমন (২৪) একই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। তাঁরা আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় ভাড়া থাকতেন ও জামগড়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁদের একটি ছেলে সন্তানও রয়েছে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি গতকাল বুধবার রাতেও এ দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। নিলুফাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তাঁরা।
নাম না প্রকাশের শর্তে এলাকাবাসীদের একজন বলেন, ‘সকালে খবর পেলাম নিলুফা আত্মহত্যা করেছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই, নিলুফার খাটের ওপর হাঁটু গেড়ে বসা, আর তাঁর গলায় পেঁচানো ওড়না ঘরের আড়ার সঙ্গে বাঁধা। দেখে হত্যাকাণ্ড বলে আমার মনে হয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের বাবা গ্রাম থেকে আসার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।’