সিরাজগঞ্জে চিকিৎসককে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অভিযোগে মেহেদি হাসান মৃদুল ও সবুজ হোসেন নামের দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতেই দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের রজব আলীর ছেলে মেহেদি হাসান মৃদুল ও তার চাচাতো ভাই সবুজ হোসেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসককে পথে ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় প্রায়ই উত্ত্যক্ত করতেন মেহেদী হাসান ও সবুজ হোসেন। এই বিষয়ে ভুক্তভোগী চিকিৎসক থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। গতকাল দুপুরেও দুই যুবক চিকিৎসকের বাসায় গিয়ে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। রাতে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।