সিরাজগঞ্জে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের চাপায় শামীম আক্তার (৩২) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আক্তার পাবনা জেলার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন।
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকী বলেন, ‘নিহত সেনাবাহিনীর সদস্য শামীম আক্তার মোটরসাইকেলে বগুড়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে গর্তের কারণে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’
এসআই আব্দুল বাকী আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আজ দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।