সিরাজগঞ্জে লরিচাপায় তিন বাইকার নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় গ্যাসবহনকারী লরির চাপায় মোটরসাইকেলের তিনি আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, আজ সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬ নম্বর ব্রিজ এলাকায় গ্যাসবহনকারী লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে।