সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ জনকে জরিমানা
সরকারের আরোপ করা বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি না মেনে সিরাজগঞ্জের দোকানপাটে জনসাধারণের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আজ মঙ্গলবার সকাল থেকেই এম এ মতিন বাস টার্মিনাল থেকে চলাচল শুরু করেছে আন্তজেলা রুটের যাত্রীবাহী বাস। এ ছাড়া পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা চলছে।
এদিকে, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের যান চলাচলের প্রধান রুট হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঘরমুখী মানুষ পরিবহণ সংকটে ভোগান্তিতে পড়েছেন। ট্রাক, পিকআপভ্যান, ভাড়ায়চালিত মোটরসাইকেল বা মাইক্রোবাসে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে কয়েকগুন অতিরিক্ত ভাড়া।
স্বাস্থ্যবিধি ও লকডাউনের নিয়ম রক্ষায় প্রশাসনিক নজরদারিতে নেমে এসেছে শিথিলতা। তবে, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।