সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিরাজগঞ্জের কাজীপুর, কামারখন্দ ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকা এবং সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া ও কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।
পুলিশ জানায়, সকালে কাজীপুরে ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একটি বালুবাহী ট্রাক তাঁকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনার মোস্তাক আলী। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত ছিলেন।
এদিকে দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়।