সিরাজগঞ্জে ২৬ জনকে জরিমানা
সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে সিরাজগঞ্জে বেড়েছে তিন চাকার যান চলাচল। বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও বাইরে বের হচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় জরিমানা করা হয়েছে ২৬ জনকে।
আজ রোববার সকাল থেকে অন্যান্য দিনের মতোই জেলা শহরে প্রবেশে জনসাধারণকে বাধা দিয়েছে পুলিশ। এ ছাড়া সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, এস এস রোড ও বড়বাজার এলাকায় অবস্থান নিয়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। তারপরও বাইরে বের হয় মানুষ। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও কাচাবাজারে ভিড় করে লোকজন।
এদিকে জেলা প্রশাসন পরিচালিত একাধিক ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় লকডাউনে সরকার ঘোষিত নীতিমালা অমান্য করে দোকান খুলে রাখা, বাইরে চলাচল ও মাস্ক না পরার দায়ে অন্তত ২৬ জনকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান।