সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন
ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট। এরই মধ্যে এ জেলায় বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।