সুপ্রিম কোর্ট মামলার জট কমাতে চায় : বিচারপতি জাহাঙ্গীর হোসেন
সারা দেশের নিম্ন আদালতের মামলা জট কমাতে সুপ্রিম কোর্টের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে যশোরের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বিচারকদের উদ্দেশে বলেন, ‘মানুষ বিচার নিয়ে দ্রুত বাড়ি ফিরলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে। এজন্য সুপ্রিম কোর্ট সারা দেশের মামলার অবস্থা পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে।’
বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্ট মামলার জট কমাতে চায়। একইসাথে বিচার প্রার্থীদের দ্রুততম সময়ে বিচারের সুফল দিতে চায়।’
বিচার বিভাগ যশোরের আয়োজনে আজ রোববার দুপুরে জেলা জজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জজ মো. ইখতিয়ার ইসলাম মল্লিকের সভাপতিত্বে সভায় বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘১০ বছরের পুরনো মামলা থেকে প্রতি তিন মাসে অন্তত পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে।’ তিনি বলেন, ‘মামলা জট কেবল নিম্ন আদালতে নয়; উচ্চ আদালতেও রয়েছে। সেখানেও জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন স্টে থাকা মামলাগুলোর তালিকা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে নিম্ন আদালতের বিচারে গতি আসে।’
সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা জজ ও চিফ জুডিশিয়াল আদালতের বিচারকরা উপস্থিত ছিল।
সভায় জানানো হয়, চলতি বছরের এক জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত যশোর জেলায় এক লাখ আট হাজার ৭৯০টি মামলা হয়েছে। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ২৬ হাজার ৪০৬টি মামলা এবং বিচারাধীন আছে ৮২ হাজার ৩৪৩টি মামলা।